সন্ত্রাসবাদ মোকাবেলায় একযোগে লড়াইয়ের ঘোষণা ট্রাম্প-এরদোয়ানের

সন্ত্রাসবাদ মোকাবেলায় একযোগে লড়াইয়ের ঘোষণা ট্রাম্প-এরদোয়ানের

শেয়ার করুন

rtx363m8-e1494998224182
বিশ্বসংবাদ ডেস্ক :

সন্ত্রাসবাদের বিরুদ্ধে এক হয়ে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে দু’ নেতার মধ্যে বৈঠকের পর, এক যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তারা।

সংবাদ সম্মেলনে, মার্কিন প্রেসিডেন্ট বলেন, তুরস্কের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো এগিয়ে নিতে চান তিনি। আর তুর্কি প্রেসিডেন্ট বলেছেন, সন্ত্রাসবাদ মোকাবেলা ও বাণিজ্য সম্পর্ক জোরদারে ঘনিষ্ঠভাবে কাজ করবে দুই দেশ।

মঙ্গলবারের ট্রাম্প-এরদোয়ান বৈঠকে, গুরুত্ব পায় প্রধানত দুটি ইস্যু। প্রথমটি সিরিয়ায় কুর্দি সশস্ত্র গোষ্ঠী ওয়াইপিজি-কে মার্কিন অস্ত্র সরবরাহের বিষয়টি। এরদোয়ানের সফরের সপ্তাহখানেক আগে সিরিয়ায় কুর্দি সশস্ত্র গোষ্ঠী ওয়াইপিজি-কে মার্কিন অস্ত্র সরবরাহের অনুমোদন দেন ট্রাম্প। এ গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন  বিবেচনা করে থাকে আঙ্কারা।

দ্বিতীয় ইস্যূটি ছিলো, যুক্তরাষ্ট্রে নির্বাসিত নেতা ফেতুল্লাহ গুলেন-কে তুরস্কে ফেরত পাঠানোর বিষয়। গত বছরের জুলাইয়ে তুরস্কের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের ঘটনায় ফেতুল্লাহ গুলেনকে দায়ী করে আসছে আঙ্কারা।