চুক্তি ভেঙে তিনশ কেজির বেশি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করেছে ইরান

চুক্তি ভেঙে তিনশ কেজির বেশি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করেছে ইরান

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

চুক্তি ভেঙে তিনশ কেজির বেশি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করেছে ইরান। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাত দিয়ে একথা জানিয়েছে দেশটির ফারস নিউজ এজেন্সি।

যেখানে বলা হয়েছে : সোমবার ইরানের মজুদ করা ইউরেনিয়াম পরিমাপ করে এই তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা-আইএইএ। ফারস নিউজ এজেন্সি আরো জানায়, আইএইএ এর একজন পরিদর্শক এই কাজটি সম্পন্ন করে এবং চলতি মাসেই তিনি প্রতিবেদন দেবেন।

২০১৫ সালের পরমাণু চুক্তি অনুযায়ী : ইরান ৩ দশমিক ৬৭ শতাংশ ইউরেনিয়াম আহরণ করতে পারবে এবং ৩০০ কেজির বেশি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে পারবে না। কিন্তু যুক্তরাষ্ট্র চুক্তি থেকে সরে এসে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। তবে প্রতিবাদ জানিয়ে চুক্তিতে থাকা অন্যান্য দেশগুলোকে সংকট নিরসনের আহ্বান জানায় ইরান। তা না হলে, অতি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করার হুমকি দেয় দেশটি।