সিল্ক রোড প্রকল্পে ভারতের বিরোধিতা সত্বেও জাতিসংঘের অনুমোদন

সিল্ক রোড প্রকল্পে ভারতের বিরোধিতা সত্বেও জাতিসংঘের অনুমোদন

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

চীন-পাকিস্তান সিল্ক রোড প্রকল্পে ভারতের বিরোধিতা সত্বেও তাতে অনুমোদন দিয়েছে জাতিসংঘ। সিল্ক রোড প্রকল্পের আওতায় চীনের সঙ্গে প্রাথমিক পর্যায়ে মধ্য এশিয়া ও ইউরোপ এবং পরবর্তী পর্যায়ে গোটা বিশ্বের যোগাযোগ আরও মসৃণ করতে চান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

সেই প্রকল্পেরই নাম ওয়ান বেল্ট ওয়ান রোড বা ওবিওআর। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আন্তর্জাতিক উন্নয়নের স্বার্থে চীনের এই প্রকল্পের সমর্থন দিয়েছে। চীন এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে বলেছে, দ্রুত এ উন্নয়নের কাজ এগিয়ে নেওয়া হবে।

চীনের পশ্চিম প্রান্তের জিনজিয়াং অঞ্চল থেকে শুরু হয়েছে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর। শেষ হয়েছে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম প্রান্তের গোয়াদর বন্দরে।