মার্কিন নির্বাচনে রাশিয়ার সাইবার হামলা

মার্কিন নির্বাচনে রাশিয়ার সাইবার হামলা

শেয়ার করুন

Cyber Attack Crime

এটিএন টাইমস ডেস্ক:

সাইবার হামলার মাধ্যমে মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করছে রাশিয়া-এবার আনুষ্ঠানিকভাবে এমন অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র।

ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন এবং হোয়াইট হাউজ আগে থেকেই ই-মেইল ফাঁসের জন্য রাশিয়াকে দায়ী করে আসছিল। তবে শুক্রবার প্রথমবারের মতো ওবামা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই অভিযোগ উঠলো।

জাতীয় গোয়েন্দা পরিচালক এবং হোমল্যান্ড সিকিউরিটি দফতর এক যৌথ বিবৃতিতে রাশিয়াকে ইমেইল হ্যাক এবং প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের জন্য দায়ী করেছে। তবে রুশ কর্তৃপক্ষ এই অভিযোগ উড়িয়ে দিয়ে এসব অভিযোগের নিন্দা জানিয়েছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক মুখপাত্র জানান, প্রতিদিন পুতিনের ওয়েবসাইটে হাজার হাজার আক্রমণ হয়। যাদের অনেকেই যুক্তরাষ্ট্রের। কিন্তু এজন্য হোয়াইট হাউজকে দায়ী করে না রাশিয়া।

এ ঘটনার পর, রাশিয়ার বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা জারি করা হবে কিনা, তা স্পষ্ট করেনি মার্কিন প্রশাসন।