সোয়াচ অব নো গ্রাউন্ডে’ গবেষণায় ইসাবেলা ফাউন্ডেশন

সোয়াচ অব নো গ্রাউন্ডে’ গবেষণায় ইসাবেলা ফাউন্ডেশন

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

সাগরতলের অজানা রহস্য উদঘাটনে বঙ্গোপসাগরের সংরক্ষিত এলাকা ‌সোয়াচ অব নো গ্রাউন্ডে’ গবেষণা শুরু করেছে ইসাবেলা ফাউন্ডেশন।

আগামী ২৩ শে নভেম্বর পর্যন্ত সোয়াচ অব নো গ্রাউন্ডের নীল জলরাশিতে গবেষণা চালাবে দলটি। এতে কাজ করছেন বিভিন্ন প্রতিষ্ঠানের ১২টি বিভাগের ৪০ জন গবেষক। অভিযাত্রার আগে পতেঙ্গার মেরিন ফিশারিজ ঘাটে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসাবেলার চেয়ারম্যান কবির বিন আনোয়ার।

তিনি বলেন, আধুনিক যন্ত্রপাতি নিয়ে সোয়াচের গবেষণা সারা বিশ্বকে জানাতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। গবেষণায় পানির নিচের বিভিন্ন অজানা তথ্য-উপাত্ত বেরিয়ে আসবে এবং তা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এর আগে চলতি বছরের মার্চ মাসে ১৩ জনের একটি গবেষক দল সোয়াচের নানা এলাকা ঘুরে গবেষণাধর্মী একটি মানচিত্রের কাজ শেষ করেছিল। তারই ধারাবাহিকতায় এবারের এই পাঁচদিনের অভিযাত্রা বলে জানান তিনি।