রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

শেয়ার করুন

gettyimages-857390182_wide-665a43221be547f246d3c7b0e0c7ad2471f80187-s800-c85বিশ্বসংবাদ ডেস্ক :

এ বছর রসায়নে নোবেল পুরস্কার পেলেন সুইজারল্যান্ডের জ্যাক ডিবোচে, জার্মানির হোয়াকিম ফ্রাঙ্ক এবং স্কটল্যান্ডের রিচার্ড হেন্ডারসন।

প্রাণিদেহের রসায়নে আণবিক পর্যায়ে আসলে কী ঘটে, সেই ছবি ধারণ করতে সাইরো ইলেকট্রন মাইক্রোস্কোপির উন্নয়নে অবদানের জন্য নোবেল পেলেন এই তিন বিজ্ঞানী।

বুধবার দেয়া ঘোষণায় নোবেল কমিটি জানায়, বর্তমান প্রযুক্তি দিয়ে উপযুক্ত ছবি না পাওয়ায় এতোদিন আণবিক পর্যায়ে প্রাণ রসায়নের গবেষণা সঠিক ভাবে করা যেত না। সাইরো ইলেকট্রন মাইক্রোসকপি তা সম্ভব করেছে। এর ফলে গবেষকরা এখন কোষের আণবিক পর্যায়ের যে কোনো অবস্থার ছবি ধারণ করতে পারবেন। যা জীবনের মৌলিক রসায়ন বোঝার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ তৈরির ক্ষেত্রে সহায়ক হবে।