প্রথমবারের মতো মহাকাশে রাডার স্যাটেলাইট পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ব্রিটেন

প্রথমবারের মতো মহাকাশে রাডার স্যাটেলাইট পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ব্রিটেন

শেয়ার করুন

_103440006_novasar_indexএটিএন টাইমস ডেস্ক :

প্রথমবারের মতো মহাকাশে রাডার স্যাটেলাইট পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ব্রিটেন। ভারতীয় রকেটে কোরে মহাশূন্যে পাঠানো হবে এটি।

দিন-রাত যে কোন আবহাওয়ায় ভূপৃষ্ঠের ছবি তুলতে সক্ষম এটি। শ্রীহরিকোটায় শতিশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র বিট্রিশ মান সময়ে ৫.৩৭ মিনিটে স্যাটেলাইটটি উৎক্ষেপন করা হবে। ৮৭ সেন্টিমিন্টার পর্যন্ত ছোট যে কোন বস্তুর ছবি তুলতে সক্ষম এই স্যাটেলাইটটি।

গুইডফোর্ডর সারে স্যাটেলাইট টেকনোলজি কোম্পানী এই স্যাটেলাইটি তৈরী করেছে।