দেখা মিলল দুই মাথা বিশিষ্ট হাঙ্গরের

দেখা মিলল দুই মাথা বিশিষ্ট হাঙ্গরের

শেয়ার করুন

p04ddzmx

এটিএন টাইমস ডেস্ক :

প্রথম বারের মত, দুই মাথা বিশিষ্ট একটি হাঙ্গরের ভ্রূণ  আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। হাঙ্গরটি গ্যালিয়াস অ্যাটলান্টিকাস প্রজাতির প্রাণী বলে জানান বিজ্ঞানীরা।

এটি অ্যাটলান্টিক সাউটেইল ক্যাটশার্ক নামেও পরিচিত। বর্তমানে প্রজাতিটিকে বাস্তব জগতের প্রকৃতিগত দুই মাথা বিশিষ্ট প্রাণীকুলের অন্তর্ভুক্ত করা হয়েছে, যা অক্টোবরের মাঝামাঝিতে নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

বিজ্ঞানীরা আরও জানান ভ্রূণটি চিহ্নিত করা খুব সহজ ছিল না কারণ এটা প্রায় ৭৯৭টি ভ্রূণের মধ্যে লুকায়িত ছিল। হাঙ্গর ভ্রূণটি পরীক্ষা-নিরীক্ষার জন্য মালাগার গবেষণাগারে রাখা হয়েছে।

উভয় হাঙ্গরেরই দুইটি মুখ, দুইটি করে চোখ, দুইটি মগজ রয়েছে। এমনকি দুইটি করে হৃদপিণ্ড, পাকস্থলী এবং যকৃত রয়েছে কিন্তু একটি নাড়ি।

হাঙ্গর দুইটি পাতলা আবরণী দ্বারা সংযুক্ত আছে। এখনও এটা নিশ্চিত নয় যে হাঙ্গর দুটি বাঁচবে কিনা। জার্নাল অব ফিশ বায়োলজিকে এমনটাই জানিয়েছেন গবেষকগণ। যদিও এর আগে দুই মাথা বিশিষ্ট হাঙ্গর জন্মে ছিল কিন্তু সেগুলো পূর্ণাঙ্গভাবে একক হাঙ্গরের বৈশিষ্ট্য পেয়েছিল।