গুগল, ফেসবুক ও টুইটারকে সতর্ক করলেন ট্রাম্প

গুগল, ফেসবুক ও টুইটারকে সতর্ক করলেন ট্রাম্প

শেয়ার করুন

_103206566_048902012-1
বিশ্বসংবাদ ডেস্ক :

গুগল, ফেসবুক ও টুইটারের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তাদের খুবই সতর্ক থাকতে হবে।

হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, গুগল অনেক মানুষের কাছ থেকে অনেক সুবিধা নিয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়।

এর আগে মঙ্গলবার সার্চ ইঞ্জিন গুগলকে এক হাত নিয়েছিলেন ট্রাম্প। এক টুইট বার্তায় তিনি বলেছিলেন, গুগলে ট্রাম্প নিউজ লিখলে যেসব রেজাল্ট দেখানো হয় এর ৯৬ শতাংশই বামপন্থী মিডিয়ার। এটা খুবই বিপদজনক। গুগল এবং অন্যরা কনজারভেটিভদের কণ্ঠ রোধ করছে।

জবাবে গুগলের পক্ষ থেকে জানানো হয়, তারা কোনোরকম রাজনৈতিক উদ্দেশ্যে কাজ করছে না। এরপর ফেসবুক ও টুইটারের ওপরও চড়াও হন ট্রাম্প। তিনি বলেন, তাদের সাবধান থাকা উচিত। কারণ জনগণের সঙ্গে আপনারা এমন করতে পারেন না। টু্ইটার ও ফেসবুক থেকে এখনও সরাসরি কোনো মন্তব্য করা হয়নি।