কি কি থাকছে স্মার্ট কার্ডে?

কি কি থাকছে স্মার্ট কার্ডে?

শেয়ার করুন
smartcard
নতুন স্মার্ট কার্ড

নিজস্ব প্রতিবেদক :

id-card
পুরাতন জাতীয় পরিচয়পত্র। এটি জমা দিয়ে নিতে হবে স্মার্ট কার্ড।

জাতীয় পরিচয় পত্রের পর এবার স্মার্ট কার্ড৷ তিন স্তরের ২৫টি নিরাপত্তা বৈশিষ্ট্যের এই স্মার্ট কার্ড নাগরিকদের পরিচিতির গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে৷ তবে  এখনই সবাই হাতে পাচ্ছেন না। ২ অক্টোবর প্রধানমন্ত্রী এ কার্যক্রমের উদ্বোধন করবেন। এর পর প্রথমে ঢাকার দুই সিটির ৫০ লাখ ভোটারকে স্মার্ট কার্ড দেয়া হবে। সারাদেশে এটি সবার হাতে যেতে ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত সময় লেগে যাবে ৷

স্মার্ট কার্ড হবে ১০ ডিজিটের৷ দেখতে অনেকটা ব্যাংকের এটিএম কার্ডের আদলে। এটি চালু হওয়ার পর এর মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স, টিআইএন, পাসপোর্ট, চাকরির আবেদন, স্থাবর সম্পত্তি কেনাবেচা, বিয়ে রেজিস্ট্রেশন, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, বহির্গমনসহ আরও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কাজ করা যাবে। মোট কথা, নাগরিকদের শনাক্তকরণের প্রশ্নে এই স্মার্ট কার্ডই হবে যথেষ্ট ৷

আগামী দুই অক্টোবর প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর ৩ অক্টোবর উত্তরার ১ নম্বর ওয়ার্ড এবং রমনা থানার তিনটি ওয়ার্ডে পরীক্ষামূলক কার্ড বিতরণ করা হবে। এছাড়া একই দিন সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলাতেও স্মার্ট কার্ড বিতরণের পর ধারাবাহিকভাবে এটি বিতরণ করা হবে।

তবে এই কার্ড নেওয়ার সময় নাগরিকদের পুরনো ভোটার আইডি কার্ড জমা দেওয়ার পাশাপাশি ১০টি আঙুলের ছাপ ও চোখের মণির ছবি দিতে হবে৷ এক্ষেত্রে কারও কার্ড হারিয়ে গেলে প্রথমে পুরনো কার্ডটি তুলে তা জমা দিয়ে তারপর স্মার্ট কার্ড নিতে হবে৷ যেকেউ এক শূন্য পাঁচ নম্বরে কল কিংবা এসএমএস করে তার কার্ড বিতরণের তথ্য জানতে পারবেন। জাতীয় পরিচয়পত্রে  আগে থেকে কোন ভুল থেকে থাকলেও এখনই সংশোধনের জন্য আবেদনের পরামর্শ দিয়েছে ইসি কর্মকর্তারা।