ফুটবলারদের চুক্তির মেয়াদ বাড়ছে

ফুটবলারদের চুক্তির মেয়াদ বাড়ছে

শেয়ার করুন

 

FIFA

সব ধরনের ফুটবল টুর্নামেন্টই এখন বন্ধ। করোনাভাইরাসের ছোবলে বিশ্বের সব জায়গায় এখন চলছে লকডাউন। স্বাভাবিকভাবে নির্ধারিত সময়ে শেষ হচ্ছে না চলতি ফুটবল মৌসুম।

মৌসুম শেষ করতে আগস্টেও ম্যাচ আয়োজনের প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে চলতি মৌসুমের শেষ আর নতুন মৌসুমের শুরুর মাঝামাঝিতেও ফুটবলারদের খেলতে হবে। কিন্তু অনেক খেলোয়াড়ের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে ৩০ জুন। কিন্তু খেলা তো এই সময়ের মধ্যে শেষ করা যাবে না।
তাই ক্লাবগুলোকে তাদের ফুটবলারদের চুক্তির মেয়াদ বাড়ানোর পরামর্শ দিয়েছে ফিফা। যাতে করে তারা ৩০ জুনের পরেও ক্লাবের হয়ে খেলতে পারেন। আর এজন্য গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোও পিছিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে ফিফা।

করোনাভাইরাস মহামারীর মধ্যে এনিয়ে আলোচনা করে সমঝোতায় পৌঁছতে ক্লাবগুলো ও ফুটবলারদের উৎসাহ দিয়ে যাবে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থাটি। সঙ্গে জানিয়েছে, নতুন এই নির্দেশিকার অনুমোদন দিয়েছে ফিফার ব্যুরো অব কাউন্সিল।