দেশে ৬ হাজারের বেশি স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

দেশে ৬ হাজারের বেশি স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

শেয়ার করুন

 

Bangladeslhil medical technologist

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত মানুষের চিকিৎসা দিতে গিয়ে দেশে ৬ হাজারের বেশি স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত স্বাস্থ্যকর্মীদের মধ্যে এখন পর্যন্ত ৬৮ জন মারা গেছেন।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) জানায়, মোট আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫১ জন। তাদের মধ্যে ২ হাজার ১৮৯ জন চিকিৎসক, ১ হাজার ৫৭২ জন নার্স এবং ২ হাজার ২৯০ জন স্বাস্থ্যকর্মী। আক্রান্তদের অনেকে সুস্থ হয়ে আবারও চিকিৎসায় নিয়োজিত রয়েছেন।
স্বাস্থ্যকর্মীদের অধিকাংশই রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হন। রাজধানীর বিভিন্ন হাসপাতালে আক্রান্তদের মধ্যে ৭৩০ জন চিকিৎসক, ৬৭৮ জন নার্স এবং ৪৩৭ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন।