সুপার কাপে চ্যাম্পিয়ন পিএসজি

সুপার কাপে চ্যাম্পিয়ন পিএসজি

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

সুপার কাপে চ্যাম্পিয়ন হয়েছে প্যারিস সেন্ট জার্মেই। শনিবার রাতে তারা ২-১ গোলে হারিয়েছে মোনাকোকে। নিজেদের মাঠে অবশ্য খেলার শুরু থেকেই প্রধান্য দেখায় মোনাকো। ৩০ মিনিটে জ্রিবিল সিদিবে গোল করে এগিয়ে নেন দলকে।

০-১ গোলে পিছিয়ে পড়ে দ্বিতীয়ার্ধে গোল পরিশোধে মরিয়া হয়ে উঠে পিএসজি। ৫১ মিনিটে দালি আলভেজ দলের হয়ে সমতা আনেন। আর ৬১ মিনিটে আদ্রিয়েন রাবিয়ট গোল করে ব্যবধান দ্বিগুন করেন।

এরপর আর কোন দল গোলের দেখা না পেলে শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে শিরোপার স্বাদ পায় পিএসজি। এই জয়ে মূল মৌসুম শুরুর আগেই একটি শিরোপা জিতে নিলো প্যারিস সেন্ট জার্মেই।