মেসির হ্যাট্রিকে কাতালানদের উয়েফা মিশন শুরু

মেসির হ্যাট্রিকে কাতালানদের উয়েফা মিশন শুরু

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

জয় দিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের মুল পর্ব শুরু করলো স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। মঙ্গলবার প্রতিপক্ষ স্কটিশ ক্লাব সেল্টিককে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। দলের হয়ে হ্যাটট্রিক করেন লিওনেল মেসি।

messy-neymar-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%87%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0সেল্টিকের বিপক্ষে গোল পেতে খুব একটা সময় নেননি মেসি। ৩ মিনিটে তার গোলে লিড নেয় বার্সা। এরপর ২৭ ও ৬০ মিনিটে আরো দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ন করেন এই আর্জেন্টাইন খেলোয়াড়।

এছাড়া লুইস সুয়ারেজ দুটি এবং নেইমার ও ইনিয়েস্তা একটি করে গোল করেন। অন্য দিকে রাশান ক্লাব রোস্তফের বিপক্ষে ৫-০ গোলে জয় পেয়েছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। দলের হয়ে একটি করে গোল করেন লেভানোদস্কি, মুলার, কিমিচ ও বার্নাট। আর ডাচ ক্লাব পিএসভির বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

তবে ১-১ গোলে ড্র করেছে প্যারিস সেইন্ট জার্মেই ও আর্সেনাল। এদিকে বৃষ্টির ম্যানসিটি ও বরুশিয়া গ্ল্যাডবাখের মধ্যকার ম্যাচটি একদিন পিছিয়ে অনুষ্ঠিত হবে বুধবার।