কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা

শেয়ার করুন

 

17-11
।। এটিএন টাইমস স্পোর্টস ডেস্ক ।।

দ্বিতীয় সেমিফাইনালে কলম্বিয়াকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। তাতে ১১ জুলাই ফাইনালে আর্জেন্টিনা -ব্রাজিলের সুপার এলক্লাসিকো উপভোগ করবে ফুটবলপ্রেমীরা।

শুরু থেকে কলম্বিয়ার উপর চড়াও হয় আর্জেন্টিনা। ম্যাচের ৭ মিনিটে এগিয়েও জায় আলবিসেলেস্তেরা। এসময় মেসির পাস থেকে গোল করেন মার্টিনেজ। কিন্তু এর পরই ছন্দ হারায় আর্জেন্টিনা। উলটো নিজেদের গুছিয়ে নিয়ে আক্রমনাত্মক হয়ে উঠে কলম্বিয়া।

কিন্তু প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় মেসিরা। দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে লুইস দিয়াজের গোলে সমতায় ফেরে কলম্বিয়া। কিন্তু আবারও এগিয়ে যাওয়ার দারুন সুযোগ পায় আর্জেন্টিনা। গোলপোস্ট ফাঁকা পেয়েও ডি মারিয়া ও মার্টিনেজের খামখেয়ালিতে গোল বঞ্চিত হয় আর্জেন্টিনা। সেই খেসারতে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে কলম্বিয়ার তিনটি শট রুখে দিয়ে আর্জেন্টিনাকে ফাইনালে তোলার ক্ষত্রে বড় ভুমিকা রাখেন গোলরক্ষক মার্টিনেজ।