১০৮ রানের ঐতিহাসিক জয়

১০৮ রানের ঐতিহাসিক জয়

শেয়ার করুন

254247-3নিজস্ব প্রতিবেদক:

মেহেদী মিরাজ ও সাকিব আল হাসানের অসাধারণ বোলিং নৈপুন্যে মিরপুর টেস্ট জিতলো বাংলাদেশ। ইংলিশদের ১০৮ রানে হারিয়েছে মুশফিক বাহিনী।

স্বাগতিকদের দেয়া ২৭৩ রানের টার্গেটে খেলতে নেমে মাত্র ১৬৪ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। ওয়েস্ট ইন্ডিজর পর কোনো ক্রিকেট পরাশক্তির বিপক্ষে টেস্ট জিতলো টাইগাররা।

5gggএশিয়ার মাটিতে এর আগে এতো রানের টার্গেট তাড়া করে কখনোই জিততে পারেনি ইংল্যান্ড। কিন্তু উদ্বোধনী জুটিতে ১০০ রান তুলে নেন দুই ইংলিশ ওপেনার এ্যালিস্টার কুক ও বেন ডাকেট। প্রথম ব্যাটসম্যান হিসেবে ডাকেট বিদায় নেন ৫৬ রানে। এরপর শুরু হয় মেহেদী মিরাজ ম্যাজিক।

sakib-saluteতার অসাধারণ বোলিংয়ে একে একে বিদায় নেন গ্যারি ব্যালেন্স, মঈন আলী, অ্যালিস্টার কুক ও বেয়াস্টো। তৃতীয় বাংলাদেশি হিসেবে ম্যাচ ১২ উইকেট নেয়ার অনন্য রেকর্ড গড়েন মিরাজ।

এরপর বল হাতে ঝলক দেখান সাকিব। তার বলে আউট হন আদিল রাশিদ ও জাফর আনসারি। মূলত এই দুজনের বোলিং যাদুতে ১৬৪ রানে অলআউট হয় ইংল্যান্ড। মিরাজ ৬টি ও সাকিব নেন ৪ উইকেট।