২ অক্টোবর বিসিবির সাধারণ সভায় কোনো বাঁধা নেই

২ অক্টোবর বিসিবির সাধারণ সভায় কোনো বাঁধা নেই

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির বর্তমান কার্যক্রম পরিচালনা থেকে কেন বিরত রাখা হবে না তা জানতে চেয়ে ৪ সপ্তাহের রুল জারি করেছেন হাই কোর্ট। তবে বাধা নেই আগামী ২ অক্টোবর বিসিবির বার্ষিক সাধারণ সভা ও বিশেষ সাধারণ সভা অনুষ্ঠানের।

বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর অবকাশকালীন হাই কোর্ট বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন। রীটকারী পক্ষে আদালতে ছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মাদ আলী ও ব্যারিস্টার মাহবুব শফিক।

বিসিবির গঠনতন্ত্রে পরিবর্তন এনে পাঁচ বছর আগে জাতীয় ক্রীড়া পরিষদের একটি চিঠিকে কেন্দ্র করে আইনি জটিলতা তৈরি হওয়ার প্রেক্ষাপটে বিসিবির সাবেক পরিচালক স্থপতি মোবাশ্বের হোসেন গত রোববার এই রিট আবেদন করেন।

তবে আদালত বিসিবির বর্তমান কার্যক্রম নিয়ে কারণ দর্শানোর নোটিশ দিলেও তাদের স্বাভাবিক অনান্য কার্যক্রমে কোন বাধা নেই বলে জানিয়েছেন তাদের পক্ষের আইনজীবী। সেক্ষেত্রে আদালত কোন স্থগিতাদেশ না দেয়ায় এজিএম কিংবা ইজিএম এই আদেশে আটকাবে না বলে্ও জানিয়েছেন রীটকারীর আইনজীবী।