১২ ইনিংস পর তামিমের শতক

১২ ইনিংস পর তামিমের শতক

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের হয়ে ওয়ানডে ক্যারিয়ারে সর্বোচ্চ সপ্তম সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। এর আগে সাকিবের সাথে যৌথভাবে ষষ্ঠ শতকের মালিক ছিলেন এই বাহাঁতি ব্যাটসম্যান।

 

দুর্দান্ত ফর্মে রয়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল । আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৮০ রানের একটি স্কোর গড়েন । আক্ষেপ ছিল সেঞ্চুরি না করতে পারার ।

এরপর, দ্বিতীয় ম্যাচে সেট হয়ে ২০ করে আউট হয়ে যান তিনি । তবে, ১২ ইনিংস পর এবার সেই কাঙ্খিত সেঞ্চুরির দেখা পেয়েছেন চট্টগ্রামের ছেলে তামিম।

শুরুতে ব্যাক্তিগত ১ রানে আফগান অধিনায়ক আজগার তামিমের সহজ ক্যাচ ছেড়ে দেন। জীবন পেয়ে জ্বলে উঠেন বাংলাদেশের এই ওপেনার। ওয়ানডে ক্যারিয়ারের ৩৪তম হাফ সেঞ্চুরি তুলে নেন ৬৩ বল খেলে।

এরপর ইনিংসটাকে আর হাফ সেঞ্চুরির মধ্যে সীমাবদ্ধ রাখলেন না। সেঞ্চুরি পূরণ করতে খেললেন ১১০ বল। আফগানদের বিপক্ষে এটাই বাংলাদেশের কোন ব্যাটসম্যানের প্রথম সেঞ্চুরি। শেষ পর্যন্ত ১১ চার ও ২ ছক্কায় ১১৮ রানের অসাধারণ ইনিংস খেলেন তিনি ।