সেল্টার মাঠে হেরেই গেল মেসিবিহীন বার্সা

সেল্টার মাঠে হেরেই গেল মেসিবিহীন বার্সা

শেয়ার করুন

neymar-celta-vigo-barcelona_zxs6xqody58p15clfb3b77pco

স্পোর্টস ডেস্ক :

চলতি মৌসুমে স্প্যানিশ লিগে দ্বিতীয় পরাজয়ের স্বাদ পেলে বার্সেলোনা। রোববার রাতে তারা ৪-৩ গোলে হেরেছে সেল্টা ভিগোর কাছে। এই পরাজয়ে ১৩ পয়েন্ট নিয়ে এখন চতুর্থ স্থানে লুইস এনরিকের দল।

ইনজুরি কারণে একাদশে নেই বার্সার সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। তবে খেলার শুরু থেকে দাপট দেখায় বার্সার। কিন্তু ২১ মিনিটে স্রোতের বিপরীতে পিওয়ানের কল্যাণে লিড পায় সেল্টা। ৩১ মিনিটে সবাইকে অবাক করে দলের ব্যবধান দ্বিগুণ করে এসপাস। এর ২ মিনিট পর জিরমির আত্মঘাতি গোলের সুবাদে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় সেল্টা।

পিছিয়ে পড়ে গোল পরিশোধে মরিয়া হয়ে উঠে বার্সেলোনা। ৫৮ মিনিটে পিকে ব্যবধান কমান। ৬৪ মিনিটে নেইমার দলকে দ্বিতীয় গোল উপহার দেন। ৭৭ মিনিটে সেল্টা ভিগোর পাবলো দলের চতুর্থ গোল করে জয় নিশ্চিত করেন।

এর পর ৮৭ মিনিটে পিকে নিজের দ্বিতীয় ও দলের পক্ষে তৃতীয় গোল করে শুধু ব্যবধান কমান। শেষ পর্যন্ত ৪-৩ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।