সিরিজ নির্ধারনী ম্যাচে শনিবার উইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ

সিরিজ নির্ধারনী ম্যাচে শনিবার উইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ

শেয়ার করুন

West Indies cricketer Fabian Allen (R) is bowled by Bangladesh captain Shakib Al Hasan as  Bangladesh cricketer Mushfiqur Rahim (L) looks on during the second Twenty20 (T20) cricket match between Bangladesh and West Indies at the Sher-e-Bangla National Cricket Stadium in Dhaka on December 20, 2018. (Photo by MUNIR UZ ZAMAN / AFP)        (Photo credit should read MUNIR UZ ZAMAN/AFP/Getty Images)

স্পোর্টস ডেস্ক :

কাল সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে উইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। দুই ম্যাচে  ১-১ এ সমতায় থাকায়, শেষ ম্যাচই হবে সিরিজ নির্ধারনী ম্যাচ। মিরপুর স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকাল ৫টায়।

সিলেটে প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারলেও,  মিরপুরে দারুনভাবে ঘুরে দাঁড়ায় টাইগাররা। ব্যাটিং বোলিং দুই দিকেই অসাধারণ পারফর্ম করেছে টিম বাংলাদেশ। তবে ফিল্ডিং বিভাগের দুর্বলতা ছিলো চোখে লাগার মতো। দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়ে সমতায় ফিরলেও, নির্ভার নেই বাংলাদেশ। কেননা দু-বারের বিশ্বচ্যাম্পিয়নরা যে এই ফর্ম্যাটে ভয়ানক তা ভালোই জানা অধিনায়ক সাকিবের।

তাই শুধু টপ অর্ডারের ব্যাটসম্যানদের নিয়েই নয় বরং লোওয়ার অর্ডারের ব্যাটসম্যানদেরও পরিকল্পনায় রাখছেন দ্বিতীয় ম্যাচে সর্বোচ্চ ৫ উইকেট নেয়া এই অধিনায়ক। পরিসংখ্যানকে গুরুত্ব না দিয়ে হোম কন্ডিসশন কাজে লাগিয়ে সিরিজ জিততে চায় টাইগাররা। আর তা করতে পারলে এই প্রথম ট্রেবল জয়ের স্বাদ পাবে  বাংলাদেশ। তাই সুযোগটা হাতছাড়া করতে নারাজ সাকিব বাহিনী। অন্যদিকে টেস্ট ও ওয়ান্ডেতে সিরিজ হেরে অন্তত নিজের নিজেদের পছন্দের ফরম্যাটে সিরিজ জিতে বাড়ি ফিরতে চায় ক্যারিবীয়রা।