সাফ অনুর্ধ্ব ১৫ নারী ফুটবলে বৃহস্পতিবার ভারতের মুখোমুখি বাংলাদেশ

সাফ অনুর্ধ্ব ১৫ নারী ফুটবলে বৃহস্পতিবার ভারতের মুখোমুখি বাংলাদেশ

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক :

সাফ অনুর্ধ্ব ১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের লিগ পর্বের শেষ ম্যাচে বৃহস্পতিবার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বেলা সাড়ে ১১টায়। অন্যদিকে, দুপুর আড়াইটায় নেপালের প্রতিপক্ষ ভুটান।

শেষ ম্যাচে ভুটানকে হারিয়ে আগেই ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের কিশোরিরা। একই অবস্থা ভারতেরও। নেপালকে উড়িয়ে দিয়ে ফাইনালে পৌছে গেছে তারাও। তাই শিরোপা নির্ধারনী লড়াইয়ের আগে নিজেদের পরোখ করার একটা সুযোগ পাচ্ছে বাংলাদেশ ও ভারত। নিয়ম রক্ষ্যার ম্যাচ হলেও মারিয়াদের জন্য ম্যাচটি অনেক গুরুত্বপুর্ণ। কেননা পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে ফাইনাল খেলার লক্ষ্য গোলাম রব্বানী ছোটনের শিষ্যদের। তাই পুর্ণ শক্তির দল নিয়ে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

এদিকে এই আসরে স্বাগতিক বাংলাদেশের মতোই ফেবারিট ভারতও। তারাও চাইবে পুর্ণ পয়েন্ট নিয়ে ফাইনাল খেলতে। শক্তি ও সামর্থের দিক থেকে বাংলাদেশের চেয়ে এগিয়ে ভারত। তবে দলের বিগত দিনের পারফরম্যান্সই বাংলাদেশকে জয়ের আত্ববিশ্বাস যোগাচ্ছে।