শ্রীলংকা সফর নিয়ে আত্মবিশ্বাসী সুজন

শ্রীলংকা সফর নিয়ে আত্মবিশ্বাসী সুজন

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

বাংলাদেশের শ্রীলংকা সফর চ্যালেঞ্জিং হলেও সেখানে জয় পাওয়া সম্ভব। এমন আত্মবিশ্বাসী মন্তব্য করেছেন জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। এছাড়াও টিম বাংলাদেশের পেস বোলিং আক্রমন নিয়েও কথা বলেছেন সাবেক এই অধিনায়ক।

শ্রীলংকা সফরকে সামনে রেখে আজ মিরপুরে ঐচ্ছিক অনুশীল করেছেন শুধুমাত্র মাশরাফি মর্তুজা এবং মুশফিকুর রহিম। টেস্ট ও ওয়ানডে অধিনায়ক দুজনই জিম করে সময় কাটিয়েছেন। শুক্রবার সকালে শুরু হবে মাশরাফি-মুশফিকদের আনুষ্ঠানিক অনুশীলন।

কোচিং স্টাফদের সবাই বাংলাদেশে আসলেও, বোলিং কোচ কুর্টনি ওয়ালশ ফিরবেন কদিন পর। নিউজিল্যান্ড ও ভারত সফরে টিম বাংলাদেশের পারফরমেন্সে ছিলো ভালো-মন্দের মিশেল। তবে লংকান সফরে বাংলাদেশের ভালো করার টোটকা দিলেন টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।

অতীতের তুলনায় বাংলাদেশের পেস বোলিং আক্রমন এখন অনেক বেশি শক্তিশালী। যা দ্বীপ দেশ সফরে বাংলাদেশকে এগিয়ে রাখবে বলেই অভিমত সাবেক এই অধিনায়কের।