শেষ দল হিসেবে রাশিয়া বিশ্বকাপে পেরু

শেষ দল হিসেবে রাশিয়া বিশ্বকাপে পেরু

শেয়ার করুন

_98774318_hi043028779স্পোর্টস ডেস্ক :

বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফে নিউজিল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে শেষ দল হিসেবে ৩৬ বছর পর বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিল পেরু।

দীর্ঘ তিন যুগের অপেক্ষার অবসান ঘটল পেরুর। প্রতিপক্ষের মাঠে প্রথম লেগের ম্যাচটি গোলশূন্য ড্রয়ে নিয়ে দেশে ফেরছিলো পেরু।

বৃহস্পতিবার সকালে নিজেদের  মাঠে প্লে-অফের দ্বিতীয় লেগে খেলতে নেমে শুরু থেকেই আক্রমনাত্বক ছিলো পেরুর খেলোয়াড়রা। ম্যাচের ২৮ মিনিটেই কাংক্ষিত গোলের দেখা পায় তারা। এসময়  জেফারসন ফারফানের গোলে এগিয়ে যায় পেরু। প্রথমার্ধে অনেক চেষ্টা করেও সমতা আনতে ব্যার্থ হয় নিউজিল্যান্ড। তাতে ১-০ ব্যাবধানে পিছিয়ে থেকেই বিশ্রামে যায় তারা।

এদিকে, বিরতি থেকে ফিরেও আক্রমনের কৌশল অব্যাহত  রাখে পেরু। ৬৫ মিনিটে ব্যাবধান বাড়ান ক্রিস্টিয়ান রামোস। আর এই গোলেই  ১৯৮২ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের টিকিত নিশ্চিত হয়ে যায়  পেরুর। এই জয়ের পর প্রতিশ্রুতি অনুযায়ী একদিনের ছুটি ঘোষণা করেছে দেশটির সরকার।