শততম ও টানা ছয় সিরিজে জয়ের স্বাদ

শততম ও টানা ছয় সিরিজে জয়ের স্বাদ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

ওয়ানডেতে শততম জয় বাংলাদেশের। সঙ্গে সিরিজ আর র‌্যাংকিংও ঠিক থাকলো স্বাগতিকদের। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ শেষ ওয়ানডে জিতেছে ১৪১ রানে। ২-১ এ জয় পাওয়া বাংলাদেশ দেশের মাটিতে টানা ছয়টি সিরিজ জিতলো। ম্যাচ ও সিরিজ সেরা তামিম ইকবাল।

সিরিজ ও র‌্যাংকিং হারানোর চাপ নিয়ে বাংলাদেশ শেষ ওয়ানডেতেও আগে ব্যাটিং করেছে। তৃতীয় ম্যাচেও অফ-ফর্ম ধরে রখেছেন সৌম্য।

ব্যাক্তিগত ১ রানে জীবন পাওয়া তামিম খেলেছেন নিজস্ব ভঙ্গিতেই। আর নিজের পছন্দের জায়গায় রানে ফিরেছেন সাব্বির। দ্বিতীয় উইকেটে এই দুজনের ব্যাটে অস্বস্তিতে ছিলো আফগান বোলাররা।

ক্যারিয়ার সেরা ৬৫ রানে সাব্বির ফিরলে, ১৪০ রানের সিরিজে সেরা পার্টনারশিপ শেষ হয়।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৭ সেঞ্চুরি করা তামিম প্যাভিলিয়ানে ফেরেন ১১৮ রানে। বাংলাদেশের স্কোর তখন ৩ উইকেটে ২১২।

স্কোরবোর্ডে আরো ১৭ রান তুলতে সাকিব-মুশফিক-মোসাদ্দেকদের বিদায়। ২৩৫-এ ৬ উইকেট হারানো বাংলাদেশ মাহমুদউল্লাহর অপরাজিত ৩২ রানের সৌজন্যে ৮ উইকেটে  ২৭৯ রান করেছে।

বড় দলের বিপক্ষে সিরিজ জয়ের সম্ভাবনা জাগানো আফগানিস্তানকে মাথা চাড়া দিতে দেননি মাশরাফি-তাসকিন আর স্পিনার মোশাররফ রুবেল।

প্রায় ৮ বছর পর ওয়ানডে খেলা মোশারর রুবেল মঙ্গল-হাসমত ও নবীকে তুলে নিলে জয় পাওয়া সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায় বাংলাদেশের।

তাসকিন ২টি, মাশরাফি,শফিউল ও সৈকত ১টি করে উইকেট নিলে ১৩৮-এ অলআউট হয় আফগানিস্তান। চাপকে জয় করে সিরিজ জেতা বাংলাদেশ, আফগানিস্তানের সঙ্গে তাদের ব্যবধান বুঝিয়ে দিয়েছে।