লা-লিগায় আলাদা আলাদা ম্যাচে মাঠে নামছে বার্সা-রিয়াল

লা-লিগায় আলাদা আলাদা ম্যাচে মাঠে নামছে বার্সা-রিয়াল

শেয়ার করুন

FC Barcelona players line up facing Real Madrid prior to the King's Cup (Copa del Rey) quarter final game between Real Madrid and FC Barcelona in Camp Nou (New Camp) in Barcelona, Spain on January 25, 2012.

স্পোর্টস ডেস্ক :

লা-লিগায় আজ আলাদা আলাদা ম্যাচে মাঠে নামছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। বাংলাদেশ সময় রাত ১২টায় বার্সার প্রতিপক্ষ ভিয়ারিয়াল। আর রাত দেড়টায় রিয়াল খেলবে সেভিয়ার বিপক্ষে।

লিগ শিরোপা আগেই জিতেছে বার্সেলোনা। আর মৌসুমের শেষ এল-ক্লাসিকোও হয়ে গেছে। এখন লিগে বাকি ৩ ম্যাচ বার্সার জন্য শুধুই আনুষ্ঠানিকতা হবার কথা থাকলেও মোটেও তা না। ৩৮ ম্যাচের লা-লিগা শুরু হবার পর প্রথম দল হিসেবে অপরাজিত চ্যাম্পিয়ন হবার রেকর্ড গড়তে এই তিন ম্যাচই খুব ভালভাবেই নিচ্ছে তারা।

তাই নিয়মরক্ষার ম্যাচ হলেও, ন্যু ক্যাম্পে ভিয়ারিয়ালের বিপক্ষে জয়ের জন্য শক্ত পরিকল্পনা করছে বার্সা।

দলে ইনজুরি সমস্যা না থাকলেও, এ ম্যাচে বড় তারকাদের বাইরে রেখে একাদশ সাজানোর ইঙ্গিত দিয়েছেন কোচ ভালভার্দে।

এদিকে, লিগ শিরোপা হাতছাড়া হলেও, চ্যাম্পিয়ন্স লিগে ট্রফির খুব কাছে রিয়াল মাদ্রিদ। তাই বাকি ৩ ম্যাচ, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের প্রস্তুতি হিসেবেই নিচ্ছেন কোচ জিদান। এল-ক্লাসিকোতে ইনজুরির কারণে সেভিয়ার বিপেক্ষ খেলাবেন না  ক্রিশ্চিয়ানো রোনালদো।