রোনালদোর গোলে বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখলো পর্তুগাল

রোনালদোর গোলে বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখলো পর্তুগাল

শেয়ার করুন

GettyImages-858736438স্পোর্টস ডেস্ক :

ক্রিষ্টিয়ানো রোনালদোর নৈপুন্যে বিশ্বকাপে সরাসরি খেলার আশা বাঁচিয়ে রাখলো পর্তুগাল। অ্যান্ডোরাকে তারা হারিয়েছে ২-০ গোলে। অন্য ম্যাচে বুলগেরিয়ার বিপক্ষে ১-০ গোলে জিতেছে ফ্রান্স। এদিকে, বিশ্বকাপ বাছাইয়ের ইউরোপ অঞ্চলের অন্য ম্যাচগুলোতে সুইজারল্যান্ড ৫-২ গোলে হাঙ্গেরিকে, সুইডেন ৮-০ গোলে লাক্সেমবার্গকে, নেদারল্যান্ডস ৩-২ গোলে  হারিয়েছে বেলারুশকে।

অ্যান্ডোরার মাঠে আতিথ্য নিতে আসা পর্তুগাল একাদশে শুরুতে ছিলেন না রোনালদো। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেই রোনালদো মাঠে নামে। ফলও পায় দলটি। ৬৩ মিনিটে পর্তুগালকে এগিয়ে রোনালদো।

বাছাইপর্বে এই নিয়ে ৮ ম্যাচে ১৫ গোল করেছেন রোনালদো। ৮৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে জয় নিশ্চিত করেন আন্দ্রে সিলভা। এই গোলেও ভুমিকা ছিলো রোনালদোর। ৯ ম্যাচে ৮ জয়ে ২৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপে দ্বিতীয় স্থানে পর্তুগাল। সরাসরি বিশ্বকাপে উঠতে পরের ম্যাচে সুইরাজল্যান্ডকে হারাতে হবে পর্তুগালকে। এদিকে, সাড়ে আট দশক পর অবশেষে বুলগেরিয়ার মাঠে জয় পেয়েছে ফ্রান্স। ব্লেইস মাতুইদির গোলে পাওয়া এই জয়ে গ্রুপের শীর্ষস্থান ধরে রেখেছে ফরাসিরা। তাদের পয়েন্ট ২০।