রিয়ালকে হারিয়ে উয়েফা সুপার কাপ জিতলো অ্যাটলেটিকো

রিয়ালকে হারিয়ে উয়েফা সুপার কাপ জিতলো অ্যাটলেটিকো

শেয়ার করুন

atletico-madridস্পোর্টস ডেস্ক :

উয়েফা সুপার কাপে শিরোপা জিতল অ্যাটলেটিকো মাদ্রিদ। বুধবার রাতে ফাইনালে নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৪-২ গোলে হারিয়েছে অ্যাথলেটিকো।

ফাইনালে খেলা শুরুর প্রথম মিনিটে গোলের দেখা পায় অ্যাথলেটিকো। ডিয়াগো কস্তা গোল করে এগিয়ে নেন দলকে। ২৭ মিনিটে রিয়ালের হয়ে সমতা আনেন করিম বেনজামা। ১-১ গোলের সমতা নিয়ে দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় রিয়াল। ৬৪ মিনিটে পেনাল্টি থেকে সার্জিও রামোস গোল করে লিড এনে দেন দলকে। ৭৯ মিনিটে ডিয়াগো কস্তা নিজের ও দলের পক্ষে দ্বিতীয় গোল করে সমতা আনেন। নির্ধারিত সময়ে ২-২ গোলে সমতায় থাকা খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। যেখানে অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে একটি করে গোল করেন সাউল ও কোকে। শেষ পর্যন্ত ৪-২ গোলের নিয়ে মাঠ ছাড়ে অ্যাথলেটিকো।

এই জয়ে নতুন রেকর্ড গড়লো স্প্যানিশ জায়ান্টরা। প্রথম দল হিসেবে তিনবার সুপার কাপে অংশ নিয়ে তিনবারই শিরোপার স্বাদ নিলো অ্যাথলেটিকো মাদ্রিদ।