ম্যাচে ফিরছে বাংলাদেশ

ম্যাচে ফিরছে বাংলাদেশ

শেয়ার করুন
CHITTAGONG, BANGLADESH - SEPTEMBER 06: Mustafizur Rahman of Bangladesh celebrates after taking the wicket of Matthew Wade of Australia during day three of the Second Test match between Bangladesh and Australia at Zahur Ahmed Chowdhury Stadium on September 6, 2017 in Chittagong, Bangladesh. (Photo by Robert Cianflone/Getty Images)
)

নিজস্ব প্রতিবেদক :

বৃষ্টির কারণে প্রায় তিন ঘণ্টা পর শুরু হয়েছে চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের খেলা। বাংলাদেশের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে এখন ব্যাট করছে অস্ট্রেলিয়া। শেষ খবর পর্যন্ত তাদের সংগ্রহ ৮ উইকেটে ৩৬৪ রান। ইতোমধ্যে লিড ৫৯ রানের।

বুধবার সকাল ১০টায় খেলা শুরুর কথা থাকলেও বৃষ্টির কারণে দুপুর সোয়া ১টায় শুরু হয় খেলা। আগের দিনের ২ উইকেটে ২২৫ রান নিয়ে দুই অপরাজিত ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার ও পিটার হ্যান্ডসকম্ব মাঠে নামেন। তৃতীয় উইকেটে ১৫২ রান যোগ করেন তারা। রান আউট হয়ে ৮২ রানে বিদায় নেন হ্যান্ডসকম্ব। অপরদিকে ক্যারিয়ারের ২০তম সেঞ্চুরি করে ১২৩ রান করে মুস্তাফিজের বলে আউট হন ওয়ার্নার।

এরপর জ্বলে উঠে বাংলাদেশের বোলাররা। ক্যাটাররাইটকে মিরাজ আউট করার পর ওয়েডকেও বেশীক্ষন টিকতে দেননি মুস্তাফিজ। ৩৪৬ রানের মাথায় পথের কাটা হয়ে ওঠা ম্যাক্সওয়েলকে ফেরান মিরাজ। কামিন্সকেও মাত্র ৪ রানে ফিরিয়ে অস্ট্রেলিয়ার বড় রানের লিড নেয়ার স্বপ্নে বাধ সাধেন মিরাজ।  ৩৬৪ রান ৮ উইকেট হারিয়ে ফেলেছে অস্ট্রেলিয়া।

এর আগে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে অলআউট হয় ৩০৫ রানে। সবোর্চ্চ ৬৮ রান করেন অধিনায়ক মুশফিকুর রহিম। নাথান লায়ন নেন ৭ উইকেট। প্রথম টেস্ট ২০ রানে জিতে সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে বাংলাদেশ।