মেসির দুর্দান্ত হ্যাটট্রিকে বড় জয় দিয়ে বার্সার চ্যাম্পিয়ন্স লিগ শুরু

মেসির দুর্দান্ত হ্যাটট্রিকে বড় জয় দিয়ে বার্সার চ্যাম্পিয়ন্স লিগ শুরু

শেয়ার করুন

1537316290272_Soc_ECL_16-9_14808913_1892755_20180919070948aeb2586d-d36b-4aea-98f7-f22911055bcc.jpg_sd_1280x720স্পোর্টস ডেস্ক :

মেসির দুর্দান্ত হ্যাটট্রিকে শুরু চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুম। এলএম টেনের সৌজন্যে পিএসভির বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পেয়েছে বার্সেলোনা। অন্য ম্যাচে টটেনহাম হটসপারকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মিলান।

চ্যাম্পিয়ন্স লিগে নতুন মৌসুমের প্রথম ম্যাচে পিএসভি’র বিপক্ষে বলের নিয়ন্ত্রণ রেখে একের পর এক আক্রমণ শানাতে থাকে মেসি-রাকিতিচরা। তার পরও গোল পেতে একটু সময় লেগেছে। ৩২ মিনিটে ট্রেডমার্ক ফ্রিকিক থেকে শুভ সূচনা করেন বার্সার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। এটিই প্রথমার্ধের একমাত্র গোল। ৭৫ মিনিটে আসে দ্বিতীয় গোল।

এবার অসাধারণ শটে বল জালে জড়ান ফরাসী তরুণ ওসমান ডেম্বেলে। দু’মিনিটের মাথায় গোলের জোড়া পূর্ণ করেন মেসি। লিও হ্যাটট্রিক পূরণ করতেও খুব বেশি সময় নেননি। ৮৭ মিনিটেই সহজেই পরাস্থ করেন পিএসভি গোলরক্ষকে। এ ম্যাচে ৭৫ শতাংশ সময় বল ছিল বার্সেলোনা খেলোয়াড়দের দখলে। ২১টি শটের মধ্যে ৯টি ছিল টার্গেটে। অন্য দিনে ১৪টি শট করে পিএসভি’র মাত্র একটি শট ছিল লক্ষ্যে।