মেসির জোড়া গোলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে বার্সা

মেসির জোড়া গোলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে বার্সা

শেয়ার করুন

leo-messi-celtic-barcelona-champions-league_df1jfmqok8mb10h49508mapgdস্পোর্টস ডেস্ক :

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো নিশ্চিত করেছে বার্সেলোনা। বুধবার রাতে মেসির জোড়া গোলে সেল্টিককে ২-০ গোলে হারিয়েছে কাতালানরা। এদিকে, অপর ম্যাচে বরুশিয়া মনশেনব্ল্যাডবাখের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ম্যানচেস্টার সিটি। আর পিএসভিকে ২-০ গোলে হারিয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ।

প্রতিপক্ষের মাঠ সেল্টিক পার্কে খেলার শুরু থেকেই দাপ দেখায় বার্সেলোনা। তাদের একের পর এক আক্রমণ সামলাতে ব্যস্ত থাকতে হয় সেল্টিক রক্ষণভাগকে। তবে প্রথম গোলের জন্য বার্সার অপেক্ষা ২৩ মিনিট পর্যন্ত। এসময় অসুস্থতা কাটিয়ে দলে ফেরা লিওনেল মেসি গোল করে দলকে উল্লাসের উপলক্ষ্য এনে দেন। ১-০ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে আরও আক্রমণের ধার বাড়ায় অতিথিরা। ৫৫ মিনিটে মেসি নিজের ও দলের দ্বিতীয় গোল করেন। এরপর আর কোন দল গোলের দেখা না পেলে শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

এই জয়ে ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে এক ম্যাচ হাতে রেখেই গ্রুপ চ্যাম্পিয়ন নিশ্চিত করে কাতালানরা। আর মানচেস্টার সিটি ৮ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।