মুস্তাফিজকে বাইরে রেখেই ভারতের বিপক্ষে টেস্ট দল ঘোষণা

মুস্তাফিজকে বাইরে রেখেই ভারতের বিপক্ষে টেস্ট দল ঘোষণা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে বাইরে রেখে ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।

দলে কিছুটা পরিবর্তন এনেছে বিসিবি। সুযোগ পেয়েছেন পেসার শফিউল ইসলাম ও উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাস। জায়গা হয়নি সোহান ও শান্তর। ঘোষিত দলে চোট কাটিয়ে ফিরেছেন মুশফিকুর রহিম, ইমরুল কায়েস ও মুমিনুল হক।

বৃহস্পতিবার সকাল ১১টায় ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়বে টাইগাররা। সেখানে আগামী ৯ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট খেলবে তারা। হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এর আগে ৫ ফেব্রুয়ারি স্বাগতিক ‘এ’ দলের বিপক্ষে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।