মুশফিক খেলবেন কিনা নির্ভর করছে এমআরআই রিপোর্টের ওপর

মুশফিক খেলবেন কিনা নির্ভর করছে এমআরআই রিপোর্টের ওপর

শেয়ার করুন

mushfiqur-rahim20161226211337স্পোর্টস ডেস্ক :

নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ দুই ওয়ানডেতে মুশফিকুর রহিম খেলবেন কিনা তার উত্তর নির্ভর করছে বুধবার এমআরআই রিপোর্টের ওপর। এমনটাই জানিয়েছে বিসিবি।

ক্রাইস্টচার্চের হেগলি ওভালে সোমবার প্রথম ওয়ানডে  রানআউট থেকে বাঁচতে ডাইভ দিয়ে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন মুশফিক। চোট পেয়ে ইনিংস শেষ না করেই মাঠ ছেড়েছিলেন তিনি। এরপর তার শারিরীক অবস্থা খুব একটা ভাল না থাকায় বুধবার মুশফিকের হাঁটুর এমআরআই করাতে হবে বলে জানান চিকিৎসক। এবার স্ক্যানের ওপর নির্ভর করছে তার বাকি দুই ম্যাচ খেলতে পারবেন কিনা।

এদিকে মুশফিককে নিয়ে  অনিশ্চয়তা থাকায় সম্ভাব্য বিকল্প উইকেটকিপার নুরুল হাসানের নাম জানিয়ে রাখলেন মাশরাফি।