মুশফিকের মাথায় বল লাগায় তৎপর আইসিসি

মুশফিকের মাথায় বল লাগায় তৎপর আইসিসি

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক:

ব্যাটসম্যানদের নিরাপত্তায় কড়াকড়ি আরোপ করলো আইসিসি। এখন থেকে আইসিসি নির্ধারিত মানসম্পন্ন হেলমেট পরেই খেলতে হবে ব্যাটসম্যানদের। আর এই নিয়ম না মানলে সেক্ষেত্রে নিষেধাজ্ঞার পড়তে হবে খেলোয়াড়দের।

আইসিসি ঘোষিত নিয়ম অনুযায়ী ১ ফেব্রুয়ারি থেকে নতুন হেলমেট পরতে হবে খেলোয়াড়দের। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে হেলমেট পরার ক্ষেত্রে কোন বাধ্যবাধকতা নেই।  তবে, কোনও ব্যাটসম্যান যদি হেলমেট ব্যবহার করেন, তাহলে ব্রিটিশ মানসম্পন্ন হেলমেট ব্যবহার করতে হবে।

সেটি না হলে দুই ম্যাচ সতর্ক করার পর তৃতীয় ম্যাচে সেরকমটি হলে তাকে এক ম্যাচ নিষিদ্ধ করা হবে। এদিকে, নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ দিনে মুশফিকের মাথায় বল লাগে। আর তার পরই তৎপর হয় আইসিসি।