মুশফিক, ইমরুল, মুমিনুলকে হারিয়েও ভাল করার প্রত্যয়

মুশফিক, ইমরুল, মুমিনুলকে হারিয়েও ভাল করার প্রত্যয়

শেয়ার করুন

257559.3স্পোর্টস ডেস্ক :

শুক্রবার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আর এই টেস্ট দিয়েই সাদা পোশাকে নবম অধিনায়ক হিসাবে অভিষেকটা স্বরণীয় করে রাখতে চান তামিম ইকবাল। ক্রাইস্টচার্চে বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে ম্যাচটি।

নিউজিল্যান্ড সিরিজে এখন পর্যন্ত দু:সময় কেটেছে গোটা বাংলাদেশের। ওয়ানডে, টি-২০ সিরিজে হোয়াইট ওয়াশের পর সম্ভাবনা জাগিয়েও হেরেছে প্রথম টেস্ট। তাই দ্বিতীয় টেস্টকে সামনে রেখে শেষ দিনের মত ক্রাইস্টচার্চে ব্যাটি-বোলিংয়ে ঘাম ঝরিয়েছে তামিম, মাহমুদউল্লাহরা।

এদিকে, ম্যাচ পূর্ববতী সংবাদ সম্মেলনে তামিম বলেন, পিচের কথা না ভেবে তিন বিভাগেই ভাল করতে চায় তার দল।

আর দ্বিতীয় টেস্টে ইনজুরির কারণে মুশফিক,কায়েস ও মুমিনুল দল থেকে ছিটকে যাওয়া কিছুটা হতাশ তামিম। তবে, তাদের পরিবর্তে দলে সুযোগ পাওয়া সোহান ও সৌম্যরাও ভাল করবে বলে বিশ্বাস তার।

আর নিউজিল্যান্ডের পেসার ট্রেইন্ড বোর্ড বলেন, প্রথম ইনিংসে বাংলাদেশ ভাল করলেও দ্বিতীয় ইনিংসে সেই ধারাবাহিকতা রাখতে পারনি। তবে, শেষ টেস্টে প্রতিদ্বন্দিতাপূর্ণ হবে বলেও বিশ্বাস তার।