মুগ্ধতা ছাড়িয়ে একপেশে ম্যাচে চ্যাম্পিয়ন পাকিস্তান

মুগ্ধতা ছাড়িয়ে একপেশে ম্যাচে চ্যাম্পিয়ন পাকিস্তান

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

প্রথম বারের মতো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতলো পাকিস্তান। ফাইনালে পাকিস্তানের দেয়া ৩৩৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৫৮ রানে থামে ভারতের ইনিংস। ফলে ১৮০ রানের মধুর জয় পায় সরফরাজ আহমেদের দল।

টস হেরে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ১২৮ রান করেন পাকিস্তানের দুই উদ্বোধনী ব্যাটসম্যান আজগার আলী ও ফখর জামান। প্রথম ব্যাটসম্যান হিসেবে আজহার আলী আউট হন ব্যক্তিগত ৫৯ রানে।

আর নবাগত ফখর জামান আউট হন ক্যারিয়ারের প্রথম শতক সম্পূর্ণ করে। তিনটি ছয় আর ১২টি চারে মাত্র ১০৪ বলে তিনি করেন ১১৪ রান। এছাড়া বারর আজমের ৪৬ এবং ইমাদ ওয়াসিমের অপরাজিত ২৫ ও মোহাম্মদ হাফিজের অপরাজিত ৫৭ রানে ভর করে ৩৩৮ রানে করে পাকিস্তান।

জবাবে, পাকিস্তানের দেয়া পাহার সম রানের টার্গেটে ব্যাট করতে নেমে, শুরুতেই খেই হারায় ভারত। পাকিস্তানী বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ৭২ রানে টপ অর্ডার ৬ ব্যাটসম্যানের উইকেট হারায় তারা।

যদিও কিছুটা ব্যাটিং কারিশমা দেখান হার্দিক পান্ডিয়া, তবে পান্ডিয়ার ৭৬ রানের ইনিংসটি কেবল পরাজয়ের ব্যবধান কমায়। মোহাম্মদ আমির নেন ৩ উইকেট।