ভুটানে পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবলাররা

ভুটানে পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবলাররা

শেয়ার করুন

indexস্পোর্টস ডেস্ক :

সাফ অনূর্ধ্ব ১৫ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরে অংশ নিতে ভুটানে পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবলাররা। শিরোপা ধরে রাখাই লক্ষ্য মারিয়াদের।

গত বছর ঢাকায় প্রথমবার বসে সাফের বয়সভিত্তিক টুর্নামেন্ট অনূর্ধ্ব ১৫ চ্যাম্পিয়নশিপ। সেখানে শক্তিশালী ভারতকে হারিয়ে শিরোপার মুকুট পরে বাংলাদেশ। এবার এ টুর্নামেন্টের দ্বিতীয় আসর বসছে ভুটানে। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ পাকিস্তান ও নেপাল। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে ৯ আগস্ট প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। মুখোমুখি হবে পাকিস্তানের। খুব একটা জানা শোনা নেই দলটি সম্পর্কে। তবে দুর্বল নয় প্রতিপক্ষকে শক্তিশালী ভেবেই মাঠে নামার কৌশল এটেছেন কোচ গোলাম রব্বানি ছোটন।

বয়সের কারণে এবার দলে নেই মার্জিয়া-সাগরিকারা, তবে নতুন যোগ হয়েছে আরো চার কিশোরী।