বড় জয়ে ফাইনালে পাকিস্তান

বড় জয়ে ফাইনালে পাকিস্তান

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেছে পাকিস্তান। কার্ডিফে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালের এক তরফা ম্যাচে ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে প্রথমবারের মত টুর্নামেন্টের ফাইনালে উঠেলো সরফরাজ আহমেদের নেতৃত্বাধীন পাকিস্তান। আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে উপমহাদেশের অপর দুই দল বাংলাদেশ-ভারতের মধ্যে বিজয়ী দলের বিপক্ষে ফাইনাল খেলবে পাকিস্তানীরা।
টুর্নামেন্টের আগে হট ফেবারিট হিসেবে পরিচিতি পাওয়া ইংল্যান্ড দলকে এ ম্যাচে কোন প্রকার পাত্তাই দেয়নি পাকিস্তান। প্রথমে ব্যাটিং করে পাকিস্তানের বোলিং আক্রমনের বিপক্ষে খেই হারিয়ে ফেলে ৪৯.৫ ওভারে ২১১ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। গ্রুপ পর্বের সব ম্যাচেই জয় পাওয়া ইংল্যান্ড র‌্যাংকিংয়ের আট নম্বরে থাকা পাকিস্তানের কাছে ব্যাটিং বোলিং উভয় বিভাগেই পুরোপুরি পর্যুদস্ত হয়।
পক্ষান্তরে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দি ভারতের কাছে লজ্জাজনকভাবে পরাজিত হওয়া পাকিস্তান শীর্ষ দল দক্ষিণ আফ্রিকার পর শ্রীলংকাকে হারিয়ে সেমিফাইনালের টিকিট পায়।
জয়ের জন্য ২১২ রানে লক্ষ্যমাত্র নিয়ে খেলতে নেমে মাত্র ৮ উইকেট হারিয়ে ১১.৫ ওভার বাকি থাকতেই জয়ের বন্দরে পৌছে যায় পাকিস্তান। বাবার আজম ৩৮ এবং মোহাম্মদ হাফিজ ৩১ রানে অপরাজিত থাকেন।
সামান্য লক্ষ্যে খেরতে নেমে দুই ওপেনার ফকর জামান এবং আজহার আলী দলকে দারুন সুচনা এনে দেন। উদ্বোধনী জুটিতে ১১৮ রান তোলার পর ইংল্যান্ড স্পিনার আদিল রশিদের বলে স্টাম্পড হন ফকর জামান। আউট হওয়ার আগে পর পর দুই ম্যাচে হাফ সেঞ্চুরি করা ফকর জামান ৫৮ বলে ৫৭ রান করা ইনিংসে সাতটি চার এবং একিট ছক্কা হাকান। এরপর হাফ সেঞ্চুরি করেন আরেক ওপেনার আজহার আলীও। ৪৯ ওয়ানডে ক্যারিয়ারে ১১ তম হাফ সেঞ্চুরি পাওয়া আজহার আউট হওযার আগে দ্বিতীয় উউকেট জুটিতে বাবর আজমের সঙ্গে ৫৫ রান যোগ করেন।
পুরোপুরি একশ বল মোকাবেলায় পাঁচটি চার এবং একটি ছক্কা হাকিয়ে ৭৬ রানে জ্যাব বলের বোল্ড আউটের শিকার হন তিনি।
এর আগে জয়ের জন্য পাকিস্তানকে ২১২ রানের টার্গেট দেয় স্বাগতিক ইংল্যান্ড। টসের বিপরীতে আগে ব্যাটিং পাওয়া ইংলিশরা ৪০.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ২১১ রান। জো রুট সর্বাধিক ৪৬ এবং ওপেনার বেয়ারস্টো ৪৩ রান সংগ্রহ করেছেন। এছাড়া স্বাগতিক দলের মিডল অর্ডার ব্যাটসম্যান বেন স্টোকস ও অধিনায়ক ইয়োইন মরগান করেছেন যথাক্রমে ৩৪ ও ৩৩ রান।
পাকিস্তানের হয়ে তিন উইকেট নিয়েছেন হাসান আলী। এছাড়া দুটি করে উইকেট নেন জুনায়েদ খান ও অভিষেক পাওয়া রুম্মন রইস।
কার্ডিফে টসের বিপরীতে প্রথমে ব্যাটিং নিয়ে বেশ ধীর স্থির ভাবেই ব্যাটিং শুরু করেছিল ইংল্যান্ড। এ সময় পাকিস্তানীদের দুর্দান্ত বোলিংয়ের বিপরীতে যথেষ্ঠ সংযত হয়েই ব্যাটিং করেন স্বাগতিক দলের দুই ওপেনার বেয়ারস্টো ও এ্যালেক্স হেলস। তারা উদ্বোধনী জুটিতে ৩৪ রান এনে দেন।
হেলসকে ফিরিয়ে দিয়ে পাকিস্তান শিবিরকে প্রথমে উজ্জীবিত করেন হাসান আলী। ব্যক্তিগত ১৩ রানে হেলস ফিরে যাবার পর জো রুটের সঙ্গে জুটি বেধে দলকে এগিয়ে নেন অপর ওপেনার বেয়ারস্টো। দলীয় ৮০ রানের মাথায় তাকে সাজঘরের পথ দেখান অভিষেক পাওয়া রুম্মন রাইস। ব্যক্তিগত ৪৩ রান করে ফিরে আসেন স্বাগতিক ওপেনার। এরপর অধিনায়ক মরগারনর সঙ্গে জুটিবদ্ধ হয়ে দলকে একটি শক্ত ভিতে দাঁড় করানোর দিকে মনোনিবেস করেন রুট। তবে বেশীদূর যেতে পারেনি তারাও। দলীয় ১২৮ রানের মাথায় রুটকে ফিরিয়ে দেন শাহাদাব খান। ফেরার সময় ৪৬ রানের পুজি রেখে যান রুট।
এরপর মুলত আসল বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড। দলকে ১৮২ রানে পৌছে দেয়ার পথে ঝড়ে যায় ৪টি উইকেট। এতেই মুলত ভেঙ্গে যায় ইংল্যান্ডের মেরুদন্ড। এরপর ধুকতে থাকা দলটিকে ২১১ রানে টেনে নিয়ে যায় টেল এন্ডার ব্যাটসম্যানরা।