বিশ্বকাপ বাছাইপর্বে জয় পেয়েছে ফ্রান্স ও পর্তুগাল

বিশ্বকাপ বাছাইপর্বে জয় পেয়েছে ফ্রান্স ও পর্তুগাল

শেয়ার করুন

cristiano-ronaldo-cropped_azxwnq5r09jdzssudjqhssq6স্পোর্টস ডেস্ক :

রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে জয় পেয়েছে ফ্রান্স ও পর্তুগাল। আর হেরে গেছে নেদারল্যান্ডস।

ইউরোপ অঞ্চলে জমে উঠেছে রাশিয়া ২০১৮ বিশ্বকাপের বাছাইপর্ব। প্রতিপক্ষ হাঙ্গেরির বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল পর্তুগাল। ক্রিশ্চয়ানো রোনালদোর জোড়া গোল ও আন্দ্রে সিলভার একটি গোলে হাঙ্গেরির বিপক্ষে পুর্ন পযেন্ট পেয়েছে পর্তুগাল।

৩২ মিনিটে আন্দ্রে সিলভা দলকে এগিয়ে নেন। এরপর ৩৬ ও ৬৫ মিনিটে রোনালদোর দুই গোলে জয় নিশ্চিত করে পর্তগাল।

এদিকে অন্য  ম্যাচে ২৭ মিনিটে এগিয়ে যায় ফ্রান্স। গোলটি আসে ফরোয়ার্ড অলিবার জিরুদের পা থেকে। তবে বেশিক্ষণ গোল ধরে রাখতে পারে নি তারা। ৩৪ মিনিটে পাল্টা আক্রমণ থেকে দলকে সমতায় ফেরান লুক্সেমবার্গের জোয়াকিম। এর তিন মিনিট পরেই গ্রিজম্যানের গোলে আবারও প্রতিপক্ষকে পেছনে ফেলে ফ্রান্স। আর ৭৭ মিনিটে জিরুদের দ্বিতীয গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ফরাসিরা।