বিশ্বকাপে অনিশ্চিত সালাহ

বিশ্বকাপে অনিশ্চিত সালাহ

শেয়ার করুন

5b09da45fc7e93f2198b4600স্পোর্টস ডেস্ক :

উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফাইনালে পাওয়া কাঁধের ইনজুরির কারণে রাশিয়া বিশ্বকাপ অনিশ্চিত হয়ে পড়েছে মোহাম্মদ সালাহর। অথচ বিশ্বকাপের এবারের আসরে মিশরের আশা ভরসার প্রতীক ২৫ বছর বয়সী এই ফুটবলার।

কিয়েভের ফাইনালে শুরুতে মোহাম্মদ সালাহ-মানের আক্রমণ সামলাতে হিমশিম খাচ্ছিল রিয়াল মাদ্রিদের ডিফেন্ডাররা। যেকোনো মুল্যে সালাহদের ঠেকানোর কৌশলে সফল রিয়াল অধিনায়ক সার্জিও রামোস। ম্যাচের ২৭তম মিনিটে লিভারপুলের ভরসার প্রতীক সালাহকে ফাউল করেন তিনি।কাঁধের ব্যাথায় মাটিতে লুটিয়ে পড়েন সালাহ।
প্রাথমিকভাবে এতোটা বোঝা না গেলেও, মিনিট পাঁচেক বাদে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। ভেঙ্গে যায় লিভারপুলের মনোবল।

সংবাদ সম্মেলনে লিভারপুল কোচ ক্লপ বলেন, ‘ইনজুরি খুবই গুরুতর, অন্তত ৪-৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে সালাহকে। আর মাত্র আড়াই সপ্তাহ বাকি বিশ্বকাপের। ১৫ জুন নিজেদের প্রথম ম্যাচে ইরানের মুখোমুখি হবে মিশর।

এদিকে সালাহকে উদ্দেশ্য করে সার্জিও রামোস টুইটার একাউন্টে লিখেছেন মাঠ ও মাঠের বাইরে আমরা সবসময় বন্ধু।