বাংলাদেশকে সহজভাবে নিচ্ছে না ভারত

বাংলাদেশকে সহজভাবে নিচ্ছে না ভারত

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক :

আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে এক নাম্বার দল ভারত। এ ধারা ধরে রাখতে হলে একমাত্র টেস্টে বাংলাদেশের বিপক্ষেও জিততে হবে তাদের। কিন্তু টাইগারদে সহজ প্রতিপক্ষ মানছেন না ভারতীয় ব্যাটসম্যান চেতশ্বর পুজারা।

সাম্প্রতিক পারফরমেন্সে ২০১৬ সাল দারুন কেটেছে ভারতের। বিরাট কোহলির নেতৃত্বে সবশেষ ১৮ টেস্টের একটিতে হারেনি তারা। হোম সিরিজে শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে জয় তুলে নেয় ভারত। এর সঙ্গে যোগ হয়েছে প্রস্তুতি ম্যাচে ভারত-এ দলের বিপক্ষে টাইগারদের বাজে পারফরমেন্স। শুধু রানে ফিরেছেন সৌম্য সরকার।

তবে উপমহাদেশে নিজেদের মাঠে বাংলাদেশও অনেক ভালো করছে। মুস্তাফিজ না থাকলেও মেহেদী মিরাজের মতো তরুন ক্রিকেটারের দিকে বাড়তি নজর থাকবে ভারতের। নিজের দলে বিরাট কোহলি, অভিনব মুকুন্দের মতো বাঘা বাঘা ব্যাটসম্যানরা থাকলেও বাংলাদেশকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই বলে জানান চেতেশ্বর পুজারা।

পুজারা বলেন, ‘বাংলাদেশ উপমহাদেশের মাটিতে ভালো ক্রিকেট খেলে। ক’দিন আগে ঘরের মাঠে শক্তিশালী ইংল্যান্ডকে নাস্তানাবুদ করেছে তারা। তাই আমরা বাংলাদেশকে হালকা ভাবে নিচ্ছি না। এছাড়া ভালো ক্রিকেট খেলার ধারাও  ধরে রাখতে হবে আমাদের।’

হয়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে ৯ ফেব্রুয়ারি শুরু হবে বাংলাদেশে-ভারতের একমাত্র টেস্ট।