বাংলাদেশকে নিয়ে ভাবতে হবে নিউজিল্যান্ড’কে: সাকিব

বাংলাদেশকে নিয়ে ভাবতে হবে নিউজিল্যান্ড’কে: সাকিব

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

২০১৫ বিশ্বকাপে নিউজিল্যান্ডের মাটিতে ভালো খেলার স্মৃতিই, বাংলাদেশের জন্য বড় হাতিয়ার হবে। এদিকে, পেস ও স্পিন বোলিংয়ে ভারসাম্য থাকায়, বাংলাদেশকে নিয়ে ভাবতে হবে প্রতিপক্ষ দলকে। নিউজিল্যান্ড সফর নিয়ে এমন মন্তব্য করেছেন অলরাউন্ডার সাকিব-আল-হাসান।

২ বছরেরও বেশি সময় দেশের বাইরে কোন দ্বী-পক্ষীয় সিরিজ খেলা হয়নি বাংলাদেশের। তবে এ বছরের শেষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে নিউজিল্যান্ড যাবে টাইগাররা। লম্বা সময় দেশের বাইরে কোনো সিরিজ না খেলা আর ভিন্ন কন্ডিশন।

সফর চ্যালেঞ্জিং হলেও, সাকিব-আল-হাসানকে আত্মবিশ্বাস যোগাচ্ছে গেলো বিশ্বকাপের স্মৃতি। অ্যাওয়ে সিরিজে সবসময়ই দলের ভাবনা থাকে উইকেট নিয়ে। তবে নিউজিল্যান্ড সিরিজের উইকেট সম্পর্কে ইতিবাচক ভাবনা এই অলরাউন্ডারের।

বাংলাদেশের টেস্ট ইতিহাসে, ইংল্যান্ড বধ এক ঐতিহাসিক ঘটনা। তাই ঘুরে ফিরেই সেই জয়ের কথা দেশের মানুষের মুখে। ঐ জয়ের অন্যতম নায়ক সাকিব স্মৃতিমন্থন করলেন ইংলিশদের হারানোর।