বল টেম্পারিংয়ের অভিযোগ অস্বীকার ডুপ্লেসি’র

বল টেম্পারিংয়ের অভিযোগ অস্বীকার ডুপ্লেসি’র

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

বল বিকৃতির অভিযোগ অস্বীকার করলেন দক্ষিণ আফ্রিকার অধিনাযক ফাফ ডু প্লেসিস। বললেন বল টেম্পারিং নয় বরং এটা ছিল বল শাইনিং করার একটা পদ্ধতি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে বল বিকৃতির অভিযোগ ওঠে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ফাফ ডু প্লেসিসের ওপর। এরজন্য ম্যাচ ফি’র শতভাগ জরিমানাও গুনতে হচ্ছে ডু প্লেসিসকে। পাশাপাশি তিনটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে তার নামের পাশে।

তবে পরবর্তী ম্যাচে নিষিদ্ধ করা হয়নি। অভিযোগ হোবার্ট টেস্টের চতুর্থ দিন মুখে থাকা চুইংগামের লালা দিয়ে বল ঘষেছিলেন ডু প্লেসি। আইসিসির নিয়মানুযায়ী কৃত্রিম কোনো বস্তু ব্যবহার করে বলের অবস্থা পরিবর্তন করা যাবে না।

তবে, ডু প্লেসিসের এই ঘটনা আইসিসির আচরণবিধির লেভেল ২ ভঙ্গের আওতায় পড়ে। কিন্তু আইসিসি’র এমন শাস্তি মেনে নিতে পারছেন না প্রোটিয়া দলনেতা।