ফিরে গেলেন সৌম্য

ফিরে গেলেন সৌম্য

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে হরে ব্যাটিংয়ে নেমে ভাল সূচনা করলেও বেশীক্ষণ টিকতে পারেননি সৌম্য সরকার। দলীয় ২৯ রানে ১০ রান করে বিদায় নেন সৌম্য। এর পর তামিমের সঙ্গী হন সাব্বির।

ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা। এই ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হচ্ছে তরুণ অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের। মিরাজের মাথায় টুপি পড়িয়ে দেন আরেক অফ স্পিনিং অলরাউন্ডার মাহমুদউল্লাহ। ১৯ বছর বয়সী মিরাজ বাংলাদেশের ১২৩তম ওয়ানডে ক্রিকেটার।

১৯৮৬ থেকে ২০১৭। তিন দশকে বাংলাদেশ-শ্রীলঙ্কার ওয়ানডে দ্বৈরথ হয়েছে ৩৮ বার। ৪ জয়ের বিপরীতে টাইগারদের পরাজয় ৩৩ ম্যাচে। তবে এসব পরিসংখ্যানের দিকে নজর না দিয়ে, নতুন আত্মবিশ্বাস নিয়েই  লংকান দলের বিপক্ষে মাঠে নামবে মাশরাফি বাহিনী।

নিজেদের শততম টেস্টে জিতে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে বাংলাদেশ। তাছাড়া একমাত্র প্রস্তুতি ম্যাচেও ভালো করেছিলো বাংলাদেশ ব্যাটসম্যানরা। এদিকে, র‌্যাংকিংয়ে ওপরে উঠার সুযোগ থাকছে বাংলাদেশের। লংকানদের সিরিজ হারাতে পারলে র‌্যাংকিংয়ে ৬ নম্বরে উঠে আসবে মাশরাফির দল।

টেস্ট সিরিজের পর দেশে ফিরেছিলেন মিরাজ। খেলার কথা ছিল ইমার্জিং টিমস এশিয়া কাপে। কলম্বোয় প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বাঁহাতি ব্যাটসম্যানদের ব্যাটিং দেখে হঠাৎ ডাকা হয় তাকে। এখন পর্যন্ত ৭ টেস্ট খেলা এই তরুণ লিস্ট ‘এ’ ক্রিকেটে এখনও ততটা সফল নন। ২৭ ম্যাচে ২৯.১৪ গড়ে নিয়েছেন ২৭ উইকেট। সেরা ২/১৯। ডাম্বুলায়

বাংলাদেশ দল: তামিম, সৌম্য, সাব্বির, মুশফিক (উই.), সাকিব, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক, মেহেদী, মাশরাফি (অধি.), তাসকিন, মোস্তাফিজ।