ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে রিয়াল

ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে রিয়াল

শেয়ার করুন

cristiano-ronaldoএটিএন টাইমস ডেস্ক:

করিম বেনজেমা ও ক্রিস্তিয়ানো রোনালদোর গোলে কনকাকাফ চ্যাম্পিয়ন ক্লাব আমেরিকাকে সহজেই হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠেছে ইউরোপ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। আগামী রোববার ফাইনালে স্বাগতিক কাশিমার বিপক্ষে খেলবে ২০১৪ সালের চ্যাম্পিয়নরা।

জাপানের ইয়োকোহামা আন্তর্জাতিক স্টেডিয়ামে পাদ প্রদীপের আলো ছিলো স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের উপরেই। তবে নিজের নামের যথাযজ্ঞ মূল্যায়ন এদিন করতে পারেননি জিদান শিষ্যরা।

২৬তম মিনিটে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ নষ্ট হয় রিয়ালের। রোনালদোর হেড গোলরক্ষককে পরাস্ত করলেও পোস্টে লেগে ফিরে যায়।। প্রথমার্ধ্বের অতিরিক্ত সময়ে কাউন্টার অ্যাটাকে রিয়াল। এ সময়ে ডি-বক্সে টনি ক্রুসের বাড়ানো বল জালে জড়ান বেনজেমা। ফরাসী তারকার গোলে স্বস্তি নিয়ে বিরতিতে যায় লস ব্ল্যাঙ্কোসরা।

দ্বিতীয়ার্ধ্বেও একই চিত্র রিয়ালের। বেশ কয়েকটি সঙ্গবদ্ধ আক্রমণ দুঃভাগ্যের স্রোতে বৃথা যায়। রেফারির বাশি বাজার অপেক্ষায় যখন সময় গুনছে প্রতিপক্ষ্য এ সময় বদলি মিডফিল্ডার হামেস রদ্রিগেসের বাড়ানো বলে গোল করে দলকে আনন্দের ভাসান পর্তুগিজ অধিনায়ক ক্রিশ্চিয়ানোর রোনালদো। এ গোলেই ২-০ ব্যবধানে জয়ী হয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।