ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের মুখোমুখি পাকিস্তান

ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের মুখোমুখি পাকিস্তান

শেয়ার করুন

indexস্পোর্টস ডেস্ক :

ফাইনালে ওঠার লড়াইয়ে আজ এশিয়া কাপ হকিতে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। ম্যাচটি শুরু হবে বিকাল সাড়ে ৫টায়। বিকাল ৩ টায় অন্য ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়া।

সেরা চার দলের মধ্যে শীর্ষে থাকা দু-দল খেলবে ফাইনাল।তাই আপাতত কোন চিন্তা নেই ভারতের। কেননা ৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে তারা।আর দু নম্বরে আছে মালয়েশিয়া।পাকিস্তানের সঙ্গে আজ জিতলে অথবা ড্র করলে ফাইনালে উঠে যাবে মনপ্রীত সিংয়ের দল। বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ভারতের এখন অবস্থান ৬ নম্বরে। আর পাকিস্তান রয়েছে ১৩ নম্বরে।

এছাড়া সাম্প্রতিক  পারফরম্যান্সেও পাকিস্তানের চেয়ে এগিয়ে ভারত। গ্রুপ পর্বের ম্যাচেও পাকিস্তানকে ৩-১ গোলে হারায় তারা। পরিসংখ্যান অনুযায়ী, ২০১৬র দক্ষিণ এশীয় গেমসের পর টানা ৬ বার ভারতের কাছে হেরেছে পাকিস্তান। তাই ফাইনালে ওঠার পথে তাদের সামনে কঠিন প্রতিপক্ষ ভারত। তবে ফাইনালে উঠতে হলে ভারতকে কেবল বড় ব্যাবধানে হারালেই চলবে না, বরং পাকিস্তানকে তাকিয়ে থাকতে হবে মালয়েশিয়া-কোরিয়ার ম্যাচের দিকেও। সেক্ষেত্রে মালয়েশিয়াকে হারতে হবে।