প্রথম আলোর বর্ষসেরা ক্রীড়াবিদ হলেন ক্রিকেটার তামিম ও সাতারু শিলা

প্রথম আলোর বর্ষসেরা ক্রীড়াবিদ হলেন ক্রিকেটার তামিম ও সাতারু শিলা

শেয়ার করুন

52নিজস্ব প্রতিবেদক :

রূপ চাদা-প্রথম আলো বর্ষসেরা ক্রীড়াবিদ-২০১৬ নির্বাচিত হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবাল ও সাতারু মাহফুজা খাতুন শিলা। রাজধানীর একটি  হোটেলে-প্রথম আলো ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানে তাদের এ পুরষ্কার দেয়া হয়।

প্রথম আলো ২০০৪ সাল থেকে ক্রীড়া পুরষ্কারের আয়োজন করে আসছে। এবার ছিল এর ১৩ তম আয়োজন। এবারই প্রথম একসাথে দু’জন খেলায়াড়কে বর্ষসেরা ক্রীড়াবিদের পুরষ্কার দেয়া হলো।

অনুষ্ঠানের শুরুতে ক্রীড়াঙ্গনে অবদানের স্বীকৃতিস্বরূপ আজীবন সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয় রাইস উদ্দিন আহমেদকে। ২০১৫ সালে বাংলাদেশের ক্রিকেটে বিশেষ অবদানের জন্ বর্ষসেরা উদীয়মান ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন মেহেদী হাসান মিরাজ। আর বর্ষসেরা নারী ক্রিড়াবিদের পুরষ্কার পেয়েছেন বাংলাদেশে অনূর্ধ্ব ১৬ ফূটবল দলের অধিনায়ক কৃষ্ণা রানী সরকার।

এছাড়া যৌথভাবে বর্ষসেরা রানার-আপ হয়েছেন ভারোত্তলক মাবিয়া আক্তার সীমান্ত ও শূটার শাকিল আহমেদ।