‘পারল না বাংলাদেশ’

‘পারল না বাংলাদেশ’

শেয়ার করুন
CHRISTCHURCH, NEW ZEALAND - DECEMBER 26: Tamim Iqbal of Bangladesh batting during the first One Day International match between New Zealand and Bangladesh at Hagley Oval on December 26, 2016 in Christchurch, New Zealand. (Photo by Kai Schwoerer/Getty Images)
তামিম ইকবালের দুর্দান্ত একটি শট। ছবি- গ্যাটি ইমেজ

এটিএন টাইমস ডেস্ক:

হার দিয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শুরু করলো বাংলাদেশ। ক্রাইষ্টচার্চে নিউজিল্যান্ডের কাছে ৭৭ রানে হেরেছে সফরকারীরা। কিউইদের দেয়া ৩৪২ রানের টার্গেট তাড়া করতে নেমে বাংলাদেশের ইংনিস শেষ হয় ২৬৪ রানে।

নিউজিল্যান্ডের দেয়া ৩৪২ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। তামিম-ইমরুল ওপেনিংয়ে ভাল সূচনা করলেও খেই হারিয়ে ফেলে টপ অর্ডার ব্যাটসম্যানরা। দলীয় ৩৪ এবং ব্যক্তিগত ১৬ রানে ইমরুল আউট হওয়ার পরে মাঠে নামেন সৌম্য। তবে ৮ বলে ১ রান করে দলীয় ৪৮ রানের মাথায় নিশামের বলে উইলিয়ামসনকে ক্যাচ দিয়ে প্যাভিলয়নে ফিরে যান।

CHRISTCHURCH, NEW ZEALAND - DECEMBER 26: James Neesham of New Zealand is congratulated by team mates after dismissing Mahmudullah of Bangladesh during the first One Day International match between New Zealand and Bangladesh at Hagley Oval on December 26, 2016 in Christchurch, New Zealand. (Photo by Kai Schwoerer/Getty Images)
বাংলাদেশের আরও একটি উইকেটের পতন। উল্লাস কিউউ দের। ছবি- গ্যাটি ইমেজ

সাম্প্রতিক সময়ে ফর্মে থাকা মাহমুদুল্লাহ ফিরেন আরও দ্রুত। সৌম্য আউট হওয়ার তিন বলের মাথায় নিশামের বলেই রঞ্ছিকে ক্যাচ দেন উইকেটের পিছেনে। তামিম ইকবাল ব্যক্তিগত ৩৮ রানে আউট হওয়ায় এখন একটু বিপদেই পড়ে বাংলাদেশ। তবে বিপদকে পাশ কাটিয়ে ওঠার চেষ্টা করছিলেন সাকিব।

সাকিব ৫৪ বলে ৫৯ করে আউট হলেও মুশফিক-মোসাদ্দেক ভালই লড়েছিলেন। ৪৮ বলে ৪২ রান করা মুশফিকের জন্য দিনটা অবশ্য দুর্ভাগ্যের। ইনজুরি নিয়ে তাকে মাঠ ছাড়তে হয়েছে। তবে ম্যাচে মোসাদ্দকের অর্ধশতক বাংলাদেশের একমাত্র পাওয়া।

এর আগে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে আগে ব্যাট করে ৭ উইকেটে ৩৪১ রানের পাহাড় গড়ে নিউজিল্যান্ড। সাবধানেই ব্যাট চালাতে থাকেন দুই ওপেনার মার্টিন গাপটিল ও টিম লাথাম। দলীয় ৩১ রানে ভাঙ্গে ওপেনিং জুটি।ইনিংসের ষষ্ঠ ওভারে মুস্তাফিজুর রহমানের বলে সৌম্য সরকারের হাতে ক্যাচ তুলে দেন গাপটিল। করেন মাত্র ১৫ রান। এরপর তাসকিনের বলে ব্যক্তিগত ৩১ রানে ফেরেন অধিনায়ক কেন উইলিয়ামসন। তখন দলের সংগ্রহ ৭৯।

নেইল ব্রম ও জেমস নিসামের উইকেট তুলে নিয়ে নিউজিল্যান্ডের রানের গতিতে লাগাম টানেন সাকিব আল হাসান। তবে টম লাথামের ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিতে ৭ উইকেটে ৩৪১ রানের পাহাড় গড়ে কিউইরা।ব্যক্তিগত ১৩৭ রানে আউট হন লাথাম। কলিন মুনরো খেলেছেন ৮৭ রানের ইনিংস। সাকিব ৩টি, মুস্তাফিজ ও তাসকিন নেন ২টি করে উইকেট।