পদত্যাগ নয়, আশার বাণী শোনালেন বাফুফে সভাপতি

পদত্যাগ নয়, আশার বাণী শোনালেন বাফুফে সভাপতি

শেয়ার করুন

%e0%a6%b0%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a4%e0%a6%be%e0%a7%80এটিএন টাইমস ডেস্ক:

জাতীয় দলের উন্নয়নে নতুন ফুটবলার তৈরিতে কোনো পরিকল্পনা না থাকায় সবশেষ ভুটানের কাছে হেরে তিন বছর আন্তর্জাতিক ফুটবলে নিষিদ্ধ বাংলাদেশ। আর এই ঘটনার পর শুরু হয়েছে সালাউদ্দিনের পদত্যাগের দাবিতে আন্দোলন। তবে পদত্যাগ নয় একগুচ্ছ পরিকল্পনা নিযে হাজির বাফুফে সভাপতি।

ভুটানের কাছে বিধ্বস্ত ফুটবল। ফুটবলের এমন দুরাবস্থা স্বাভাবিকভাবেই মেনে নেয় নি কোনো ফুটবল সমর্থক। তাই তো টানা তৃতীয় দিনের মতো ফুটবলকে বাঁচাতে বাফুফের বর্তমান সভাপতির পদত্যাগের দাবিতে মুখর দেশের ফুটবল সমর্থক গোষ্ঠী।

কিন্তু কাজী সালাউদ্দিন পদত্যাগ করলেন না। শোনালেন নতুন আশার বানী। দেশের ফুটবল কাঠামোকে ঢেলে সাজাতে হবে, এটি এতদিনে বুঝলেন সভাপতি। রোববার হঠাৎই বাফুফে ভবনে নতুন সব পরকিল্পনার ঝুড়ি নিয়ে হাজির কাজী সালাউদ্দিন।

তৃনমুল ফুটবল নিযে অনেক কথা বলা হলেও, চোখ-কান বন্ধ করে ছিলেন সভাপতি। যখন চোখ খুললেন তখন বড্ড দেড়ি হয়ে গেছে। একন ফুটবলের অস্তিত্বই খুজে পাওয়া দায়। তাই নিজেকে বাঁচাতে নানান প্রতিশ্রুতি নিয়ে আবারো স্বপ্নের ডালি সাজালেন তিনি।