ধোনির বায়োপিক নিয়ে আলোচনায় গাম্ভীর

ধোনির বায়োপিক নিয়ে আলোচনায় গাম্ভীর

শেয়ার করুন

dhoni-biopic

স্পোর্টস ডেস্ক :

আগামী ৩০ সেপ্টেম্বর ভারতে মুক্তি পাচ্ছে মাহেন্দ্র সিং ধোনীকে নিয়ে চলচ্চিত্র এম এস ধোনি—দ্য আনটোল্ড স্টোরি। ক্যাপ্টেন কুলের অনেক না বলা তথ্য উঠে এসেছে এই চলচ্চিত্রে। এরই মধ্যে প্রকাশ পেয়েছে ছবির ট্রেলার।

কিন্তু এটি মুক্তি পাবার আগ মুহুর্তে খেলোয়াড়দের জীবনী নিয়ে চলচ্চিত্র হওয়া উচিত নয় বলে মনে করেন ভারতের বিশ্বকাপ জয়ী দলের সদস্যে গৌতম গাম্ভির।

গাম্ভির তার নিজস্ব টুইটার এ্যাকাউন্টে এই কথা বলেন। তার মতে, ‘দেশের জন্য ক্রিকেটারদের থেকেও যারা বেশি অবদান রেখেছেন তাদের নিয়েই বায়োপিক হওয়া উচিত। ভারতের এমন অনেক মানুষ আছেন যারা প্রচুর ভাল কাজ করেছেন।

এদিকে, ধোনিভক্তরা মন্তব্য করেছেন সদ্যসমাপ্ত দলীপ ট্রফিতে রান পেলেও নিউজিল্যান্ড সিরিজে ভারতীয় দলে জায়গা না পাওয়া দিল্লির ব্যাটসম্যান আক্রোশ থেকে একথা বলেন। ধোনীর কারণেই গম্ভীর জাতীয় দলের বাহিরে বলেও মনে করেন অনেকেই। তবে এ বিষয় নিয়ে ধোনী এখনো কোন মন্তব্য করেন নি।

ভারতের হয়ে  টি-২০ ও ওয়ানডে বিশ্বকাপ জয়ী দলের একমাত্র অধিনায়কের ছবি মুক্তি পাবে ৩০ সেপ্টেম্বর।