ধারাবাহিকতা ধরে রাখতে পারলে জয় সম্ভব: সাকিব

ধারাবাহিকতা ধরে রাখতে পারলে জয় সম্ভব: সাকিব

শেয়ার করুন

sakib-saluteনিজস্ব প্রতিবেদক:

বিগত সিরিজের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় সম্ভব বলে মনে করেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। মিরপুরে অনুশীলন শেষে আলোকপাত করেছেন এই সিরিজের অনন্যা বিষয়ে।

২৭ আগস্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট। তার আগে পিচ নিয়ে গবেষণা চালাচ্ছেন মিরপুরের প্রধান কিউরেটর গামিনি ডি সিলভা। বৃহস্পতিবার পিচ গভীরভাবে নিরীক্ষণ করেন কোচ ও অধিনায়ক।

তবে, পিচে ঘাস না থাকায় স্বস্তি অধিনায়ক ও কোচের। এদিন অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন সাকিব আল হাসান। এই সিরিজ নিয়ে জানালেন তার মতামত
১০ বছর টেস্ট খেললেও অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামা হয়নি। তবে, অতীত নিয়ে আফসোস নয়, সাকিব ভাবতে চান বর্তমান নিয়ে।

ক্রিকেট সাফল্যের সমান্তরালে ব্যবসায়ী হিসাবেও সফল হতে চান তিনি। একাধিক প্রতিষ্ঠানের পাশাপাশি এই তারকা অলরাউন্ডার এবার মিরপুরে শুরু করলেন কনভেনশন সেন্টার।